আমাদের পরিবার

স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক চেতনায় বাংলাদেশে যোগ দিলেন বিপুল হোসেন সৈকত

  প্রতিনিধি 1 September 2025 , 5:38:01 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক চেতনায় বাংলাদেশ-এর সংবাদ টিমে নতুন সংযোজন হিসেবে স্টাফ রিপোর্টার পদে যুক্ত হয়েছেন অভিজ্ঞ সংবাদকর্মী বিপুল হোসেন সৈকত।

বিপুল হোসেন সৈকত দীর্ঘদিন ধরে মিডিয়া অঙ্গনে যুক্ত থেকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।তিনি এশিয়ান টেলিভিশনে রাজশাহী বিভাগীয় প্রধানের ক্যামেরাপ্যারসোন। পাশাপাশি “এর অ্যাসিস্ট্যান্ট” পত্রিকায় দায়িত্বশীলভাবে কাজ করার পাশাপাশি PTP নিউজ–এর প্রধান নির্বাহী এডিটর ও সহ-সম্পাদক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন এছাড়াও তিনি বাঘা পদ্মা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ।

অভিজ্ঞতার আলোকে বিপুল হোসেন সৈকত সাংবাদিকতায় সবসময় বস্তুনিষ্ঠতা ও নির্ভীকতার পক্ষের একজন প্রতিনিধি। সমাজের সত্য ঘটনাকে পাঠকের সামনে তুলে ধরা এবং মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াকেই তিনি নিজের মূল লক্ষ্য হিসেবে মনে করেন।

চেতনায় বাংলাদেশ পরিবার মনে করে, তাঁর যোগদানে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্র আরও শক্তিশালী হবে এবং জাতীয় অঙ্গনে রাজশাহীসহ সারাদেশের পাঠকদের জন্য আরও নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পরিবেশন করা সম্ভব হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ