অন্যান্য

অপারেশনের বেডে শুয়ে ডাক্তারের সঙ্গে যে কথা হয়েছিল জামায়াত আমিরের

  প্রতিনিধি 5 September 2025 , 11:56:10 প্রিন্ট সংস্করণ

সম্প্রতি হার্টের বাইপাস অপারেশন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও রাজনীতিতে পূর্ণ মাত্রায় সক্রিয় তিনি।

শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াত আমির। সেখানে কথা বলতে গিয়ে নিজের হার্ট অপারেশনের অভিজ্ঞতার একাংশ তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাকে যখন অপারেশনের বেডে শোয়ানো হলো, সেসময় আমি ডাক্তারদের বলেছিলাম, আপনাদের কারো হাতে আমার সুস্থতা নেই। আমি বিশ্বাস করি, আমার সুস্থতা আল্লাহর হাতে। তবে আমি এটা জানি, সেই ওসিলাটা হয়তো আপনি।

তিনি বলেন, আমি সেখানে ডাক্তারকে বলেছিলাম, ভুলে যান আমার পরিচয়। হয়তো আমার এ পরিচয় আপনার স্নায়ু চাপ বেড়ে যাবে। আমি আশা করি, আপনি আর দশটা রোগীর মতো আমাকে ভাববেন। ডাক্তার হেসে বললেন, চাইলেই কি এটা ভুলে যেতে পারি।জামায়াত আমির বলেন, জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আমি যখন পড়ে যাই, তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন। এমনি একজন ছিলেন ইউনাইটেড হাসপাতালের খ্যাতিমান হৃদরোগ চিকিৎসক জনাব অধ্যাপক ড. মোমিনুজ্জামান। তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজনকে বলেন, তার (জামায়াত আমির) পড়ে যাওয়ার কারণ ব্রেইন নয়, হার্ট হতে পারে। অতএব দ্রুত সময়ের মধ্যে তাকে আমার দেখা দরকার। আমি আশা করি, আপনারা ব্যবস্থা নিবেন।তিনি বলেন, ড. মোমিনুজ্জামানের একটা সিরিয়ালের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। কিন্তু সেই লোক তার দরদ, ভালোবাসা, দায়বোধ থেকে নিজেই বলেছেন, তিনি আমাকে দ্রুত সময়ের মধ্যে দেখতে চান। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ; বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা, তাদের একটা বোর্ড বসলো। সেখানে ২২ জন চিকিৎসক ছিলেন। এর আগে, যে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, এর প্রেক্ষিতে তারা নিশ্চিত হয়েছেন, আমার হার্টের ব্লক আছে। তারা আমাকে বললেন, ব্লকের যে ন্যাচার আমরা ধরতে পেরেছি, এটি একটু জটিল। মনে হচ্ছে, বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অপারেশনটা জটিল হবে, আমাদের পরামর্শ থাকবে চিকিৎসা আপনি দেশের বাইরে করান।জামায়াত আমিরর বলেন, আমি হাসতে হাসতে জিঙ্গেস করলাম দেশটা কোনটা হতে পারে। তারা বললেন, আমাদের ফার্স্ট চয়েজ সিঙ্গাপুর। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটি হতে পারে; তারা বললেন ব্যাংককের একটি হাসপাতাল। তারা আমেরিকার কথাও বললেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের পরামর্শ শুনলাম। ভালোবাসা দিয়ে বললাম, আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ। তাদের বললাম, সেই দেশগুলোতে আল্লাহ আছেন কি না? তারা বললেন আছে। আমি বললাম বাংলাদেশে আছে কি না? তারা বললেন, আছে। তাহলে যে আল্লাহ আমাকে সেখানে সুস্থ করে দিতে পারেন, আমি বিশ্বাস করি, সে আল্লাহ আমাকে দেশেও সুস্থতা দান করতে পারেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ