প্রতিনিধি 5 September 2025 , 2:24:07 প্রিন্ট সংস্করণ
বাবলু নন্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সরকারি সফরে চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। সেখানে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় নুরজাহান বেগম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সরকার শিক্ষার্থীদের পাশে আছে।”
উল্লেখ্য, গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।