অন্যান্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

  প্রতিনিধি 5 September 2025 , 2:24:07 প্রিন্ট সংস্করণ

বাবলু নন্দী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সরকারি সফরে চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। সেখানে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় নুরজাহান বেগম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সরকার শিক্ষার্থীদের পাশে আছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ