অন্যান্য

কুড়িগ্রামে আই.বি.ডব্লিউ.এফ এর দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত।

  প্রতিনিধি 6 September 2025 , 12:10:31 প্রিন্ট সংস্করণ

মোঃ মতিউর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

শুক্রবার( ০৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯ টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা হলরুমে কুড়িগ্রাম জেলা সভাপতি মু. জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) কুড়িগ্রাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ব্যবসা হালাল উপার্জন। তাই ব্যবসা মনোযোগ দিয়ে করতে হবে। কোন প্রকার ভেজাল মিশানো যাবে না, যা করব সৎ ভাবে করবো। ইনশাআল্লাহ, ছোট হোক আর বড় হোক ব্যবসা শুরু করার সময় আমাদেরকে আগে সৎ উদ্দেশ্যে থাকতে হবে। তাহলে আমরা কম পুঁজি দিয়েও ব্যবসায় সফলতা অর্জন করতে পারব এবং আল্লাহ তায়ালার সেখানে বরকত দান করবেন।” তাই তিনি দশ হাজার টাকা হলেই ব্যবসার উদ্যোগ নিতে সকলকে আহ্বান জানান।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আই.বি.ডব্লিউ.এফ এর কুড়িগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী ।

বিশেষ অতিথি ছিলেন আই.বি.ডব্লিউ.এফ’ এর রংপুর জোনের সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম । এছাড়াও কুড়িগ্রাম জেলার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দীন, কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম, আই.বি.ডব্লিউ.এফ’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশিষ্ট শিল্পপতি ও মোহাম্মাদিয়া হাসপাতাল, রৌমারী এর চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক । সম্মেলনে আই.বি.ডব্লিউ.এফ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ