অন্যান্য

বাঘায় তিন কন্যাশিশুর জন্ম, কয়েক ঘণ্টা পর সবার মৃত্যু

  প্রতিনিধি 9 September 2025 , 7:44:39 প্রিন্ট সংস্করণ

এস এম আবরার 
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন কন্যাশিশুর জন্ম দিয়েছেন আকলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূ। তবে জন্মের মাত্র চার ঘণ্টার ব্যবধানে নবজাতক তিনজনই মারা গেছে। বর্তমানে মা সুস্থ আছেন।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান প্রসব করেন আকলিমা। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক সোহেল রানার স্ত্রী। এটি ছিল তাদের দাম্পত্য জীবনের প্রথম সন্তান প্রসব। গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই ছয় মাসে এ সন্তানের জন্ম হয়।

আকলিমার প্রতিবেশী ও স্থানীয় পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান, প্রসববেদনা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে একসঙ্গে তিন কন্যাশিশুর জন্ম হয়। পরিবার-পরিজনের মধ্যে মুহূর্তেই আনন্দের সঞ্চার হয়। তবে নবজাতকদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে ২৬ নম্বর ওয়ার্ডে একে একে তিনজনই মারা যায়।

বর্তমানে আকলিমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মডার্ণ লেবার কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান বলেন, আলট্রাসনোগ্রাম পরীক্ষায় আগেই তিন সন্তানের উপস্থিতি ধরা পড়েছিল। এজন্য তিনজন চিকিৎসক ও দুইজন সিনিয়র নার্সের সমন্বয়ে অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হয়েছে। এটি চিকিৎসকদের জন্য এক বড় সফলতা হলেও নবজাতক তিনজনের মৃত্যুর ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

এস এম আবরার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
তারিখঃ ৮ সেপ্টেম্বর ২০২৫
মোবাইলঃ ০১৭০৩৩৪৩৯২৯

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ