অন্যান্য

খুলনা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রানারও মৃত্যু, মহাসড়ক দুর্ঘটনায় নিহত দুই

  প্রতিনিধি 9 September 2025 , 5:20:48 প্রিন্ট সংস্করণ

মতিন গাজী

যশোর-খুলনা মহাসড়কের আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত চিকিৎসক ডা. সাইফুল ইসলামের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন অপর আরোহী রানা। এ নিয়ে একই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান খুলনা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম (৪৬)। তিনি যশোর শহরের জেল রোডের বাসিন্দা, সিরাজুল ইসলাম ও পারভীন ইসলামের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন রানা, যিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। স্থানীয়রা প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোরে তিনিও মৃত্যুবরণ করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানিয়েছেন, মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজনসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, যশোর-খুলনা মহাসড়কে বেপরোয়া গতি ও অবহেলার কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ