প্রতিনিধি 9 September 2025 , 5:24:46 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার কলি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের নুর আহম্মদ সওদাগর বাড়িতে। নিহত কলি প্রবাসী ওমান ফেরত ওমর ফারুকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শাশুড়ি তার স্বর্ণালঙ্কার নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
নিহতের ফুফাতো বোন সাবিয়া খাতুন বলেন, “৫ বছর সংসার হলেও সন্তান না হওয়ায় গত ২ বছর ধরে কলিকে নির্যাতন করা হচ্ছিল। তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে কোনোদিন আত্মহত্যা করতে পারে না।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানান, রাত ৯টার দিকে শাশুড়ি কলিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ইসিজির জন্য তার স্বর্ণালঙ্কার খোলার অনুরোধ করলে শাশুড়ি সব গহনা নিয়ে সটকে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
জোরারগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এস.আই) হান্নান আল মামুন বলেন, “সুরতহালে গলার পেছনে দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তবে নিহতের শ্বশুরকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।
পুরো ঘটনাই এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। স্বজনদের অভিযোগ আর শ্বশুরবাড়ির সন্দেহজনক আচরণে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।