প্রতিনিধি 11 September 2025 , 2:44:38 প্রিন্ট সংস্করণ
এস এম পারভেজ তালুকদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষে নাটোরের গুরুদাসপুর পৌর সভা সামনে থেকে গুরুদাসপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফটের বিতরণ করেন, নাটোর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওমর আলী শেখ, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দুলাল সরকার, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে পথসভায় আব্দুল আজিজ বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।