অন্যান্য

শ্রীপুরে কৃষক তপন ভাদুড়ীর ২টি গরু চুরি

  প্রতিনিধি 15 October 2024 , 2:03:01 প্রিন্ট সংস্করণ

মুজাহিদ শেখ,

শ্রীপুর(মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর-গোয়ালদাহ গ্রামের কৃষক নীল কন্ঠ ভাদুড়ীর ছেলে মদন কুমার ভাদুড়ীর ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

গোয়াল ঘরের দরজায় লাগানো দুটি তালা কেটে
রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরি হতে পারে বলে জানান পরিবারটি। গরু দুটির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে জানান মদন কুমার ভাদুড়ী।

কৃষক মদন কুমার ভাদুরী বলেন, শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরে ক্লান্ত শরীরেই আমরা ঘুমিয়ে পরি। সোমরার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের পোষা হালকা কালো রংয়ের গাভী ও হালকা লাল রংয়ের বাঁছুর গরু নেই।

পরবর্তিতে তারা এলাকার বিভিন্ন জায়গায় খোজার পরেও না পেয়ে শ্রীপুর থানা পুলিশে শরণাপন্ন হন।

এ বিষয়ে শ্রীপুর থানার দারিয়াপুর বিট পুলিশের কর্মকর্তা এ এস আই জিহাদ বলেন চর গোয়ালদাহ গ্রামের মদন কুমার ভাদুড়ীর বাড়িতে ২ টি গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনায় চলে এসেছি। আমরা সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করছি তদন্ত পরবর্তী আইনী ব্যবস্থা আমরা গ্রহণ করব।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ