অন্যান্য

চিতলমারীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক : ‘শিক্ষার্থীদের এখন লেখাপড়ায় ফেরা উচিৎ

  প্রতিনিধি 16 October 2024 , 3:39:52 প্রিন্ট সংস্করণ

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

উপজেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে কর্মরত সরকারী কর্মকর্তা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গন্যামান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর, ২০২৪) উপজেলা পরিষদ সভাকক্ষ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে সকাল সাড়ে ১০টায় এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ‘ শিক্ষার্থীদের এখন লেখাপড়ায় ফিরে যাওয়া উচিৎ। লেখাপড়া শিখে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরী করতে হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস পরিবর্তনের ব্যাপারে জেলা প্রশাসনের কিছু করার নেই। চলমান লেখাপড়ায় অংশগ্রহণের জন্য সকলকে আহবান জানাই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোতালেব হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুল ইসলাম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার সুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার মো. সোহেল পারভেজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, গণস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুছা: কামরুন্নেছা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বিশুদ্ধানন্দী পুরব্রাহ্মণ, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খাঁন পিকলু,চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী শাখার আমির মনিরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি স.ম. গোলাম সরোয়ার প্রমূখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ