অন্যান্য

বনপাড়া পৌরসভার অবৈধ দখল উচ্ছেদে জনমনে স্বস্তি: প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে সফল অভিযান

  প্রতিনিধি 16 October 2024 , 3:42:54 প্রিন্ট সংস্করণ

নজরুল ইসলাম বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাটোর।

বনপাড়া পৌরসভায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে জনগণের দুর্ভোগ লাঘব করেছে স্থানীয় প্রশাসন। ২০২৪ সালের ১৬ই অক্টোবর, বুধবার, পৌর প্রশাসক ও বড়াইগ্রাম( ভূমি) কমিশনার আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে জনসাধারণের ভোগান্তি ও সড়কের যানজট নিরসনে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন এবং তদন্ত কেন্দ্রের সরল মুরমূ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। স্থানীয় জনগণের মতে, আশরাফুল ইসলামের এই উদ্যোগ শুধু সড়কের যান চলাচল সহজ করেছে তাই নয়, জনজীবনের স্বাভাবিকতাও ফিরিয়ে এনেছে।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানে প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ জনগণ ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ