অন্যান্য

প্রবারণা উৎসবে রাখাইন উড়াচ্ছে রঙিন ফানুস

  প্রতিনিধি 18 October 2024 , 3:53:53 প্রিন্ট সংস্করণ

সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা উৎসব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। শুভ প্রবারণা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনদিন ব্যাপী রাখাইন পাড়ার আকাশে রঙিন ফানুস উড়িয়ে উৎসবে মেতেছে। এ উৎসবকে ঘিরে রাখাইন পাড়ায় পাড়ায় চলছে নানা রকম বাহারি পিঠা-পায়েস তৈরীর উৎসব। উৎসবকে সামনে রেখে রাখাইনদের বিভিন্ন পাড়াসহ বৌদ্ধ বিহারগুলো সাজানো হয়েছে নানা সাঁজে। শুভ প্রবারণা উপলক্ষ্যে বরগুনা ও পটুয়াখালী উপকূলীয় এলাকার রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৌদ্ধ ভিক্ষু সূত্রে জানা গেছে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয়ে এ পূর্ণিমাতে শেষ হয়। কার্তিকের এ পূর্ণিমার তিথিতে কুয়াকাটার রাখাইন সম্প্রদায় প্রবারণা উৎসব পালন করেন। এ সময় বৌদ্ধ বিহারগুলোতে ৩ দিন ব্যাপী গৌতম বুদ্ধের স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করা হয়। রাতে আকাশে উড়ানো হয় নানা রঙের ফানুস। এ দিনে রাখাইনরা আপ্যায়ন, অভিলাস পূরণ, ধ্যান শিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে প্রতিদিন সকালে পরিস্কার পোশাকে বিভিন্ন বিহারে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ