অন্যান্য

ডুমুরিয়া নৌ-সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

  প্রতিনিধি 20 October 2024 , 7:26:11 প্রিন্ট সংস্করণ

হাসান ফকির।। 

ডুমুরিয়ায় নৌবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে এক বিধবা-কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার বিবরণ সুত্রে জানা গেছে, উপজেলার চেচুড়ী গ্রামের জহুরুল মোড়লের ছেলে নৌবাহিনীতে কর্মরত শামীম মোড়ল বেশ কিছুদিন ধরে তাদের প্রতিবেশি ২ বছর আগে স্বামী হারা ২ সন্তানের জননীকে মাঝে-মধ্যে কুপ্রস্তাব দিতো। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দুপুরে ফাঁকা-বাড়িতে একা পেয়ে ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে জাপটে ধরে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। এক পর্যায় ওই নারী চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়। ওই ঘটনার প্রতিকার চেয়ে সেই নারী বাদি হয়ে ১৭ অক্টোবর শামীমের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে ডুমুরিয়া অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করেছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ