অন্যান্য

নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান।

  প্রতিনিধি 22 October 2024 , 8:09:14 প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ প্রতিবেক

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে গাক চক্ষু হসপিটাল দিনাজপুর এর আয়োজনে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতা ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

২১ এ অক্টোবর (সমবার) সকাল ৯ টা হতে বিকেল ৪টা পর্যন্ত দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় । অনুষ্ঠিত চক্ষু শিবির ক্যাম্পে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৬০০ জনের ও বেশি রোগিকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রায় ২৫০ জন ছানী রোগিদের বিনামূল্যে অপারেশনের জন্য গাক চক্ষু হসপিটাল দিনাজপুরে পাঠানো হয়।

এ সময় উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃমাহমুদুল নবী সিজার ও ডাঃ খাইরুল বাশার আলিফ।
সাবেক সভাপতি নুর ইসলাম , সহ-সভাপতি রোহান আহমেদ রাজু , সাধারণ সম্পাদক এমএম মোর্শেদ কবির অর্ক, যুগ্ম সাধারণ সম্পাদক অভিষেক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ইসলাম ,
সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ ইসলাম , ধর্ম বিষয়ক সম্পাদক সবুজ রহমান, সহ সংগঠনিক সম্পাদক তাহমির আহমেদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইসলাম, দপ্তর সম্পাদক শ্রী জয় সরকার , রংপুর জেলা সাধারণ সম্পাদক নেহাল আল মামুন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মোস্তারিন আরো উপস্থিত ছিলেন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির এডমিন মডারেটর এবং সদস্যগণ, রুজবেল ইসলাম,সেলিনা মিম,রাব্বি,রুকবেল মিয়া,দুলাল মিয়া

দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মোঃ রাকিব উল হাসান (রনি) বলেন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সকল সেচ্ছাসেবী সহ যাহারা আজ অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে হৃদয়ের আঙ্গিনা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

মনিরামপুর থেকে প্রায় হারিয়ে যাচ্ছে কৃষকের ঐতিহ্য ধানের গোলাঘর

“দেশকে বদলাতে হলে আমাকে বদলাতে হবে, আমাদেরকে বদলাতে হবে” তারুণ্যের উৎসবে যশোরের ডিসি আজহারুল ইসলাম

১লা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাস মেলা

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত