অন্যান্য

কক্সবাজার বৈদ্যঘোনা পাহাড়ে পরিত্যক্ত ঘরে টর্চার সেলে পরিকল্পনাকারী চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

  প্রতিনিধি 23 October 2024 , 7:32:31 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন –

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বৈদ্যঘোনা পুরাতন জাদিরাম বৌদ্ধ মন্দিরের পাহাড়ে পরিত্যক্ত ঘরে টর্চার সেলে পর্যটকদের ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।
র‌্যাব-১৫, কক্সবাজার এর মলমল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের উপর একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ২৩.২০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যগণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত দলের হেফাজত হতে ০১ (এক) টি কিরিচ, ০৩টি ছুরি, ০২টি প্লাষ্টিকের পাইপের লাঠি, ০১টি কালো রশি এবং ০৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় :
উজ্জল দাশ (২৮), পিতা-বান্টু দাশ, মাতা-ঝিনু দাশ, সাং-ঘোনার পাড়া, এস এ ক্যাং, ০৮নং ওয়ার্ড।
উৎপল দে (২৯), পিতা-মৃত বিমল দে, মাতা-রাধিকা রাণী দে, সাং-ঘোনার পাড়া, তপোবন সড়ক, ০৮নং ওয়ার্ড, বিধান ধর (৩০), পিতা-মৃত দুলাল ধর, মাতা-রত্মা ধর, সাং-ঘোনার পাড়া, এস এ ক্যাং, ০৮নং ওয়ার্ড,অন্তর রুদ্র (২২), পিতা-কাজল রুদ্র, মাতা-সুনন্দা রুদ্র, সাং-ঘোনার পাড়া, মহেশখাইল্লা পাড়া, ০৯নং ওয়ার্ড,সর্ব পৌরসভা-কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার শহরের নিরীহ মানুষকে টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো গ্রেফতারকৃত চক্রটি। এছাড়াও ভিকটিমদের বিভিন্ন সময় বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ের উপর পরিত্যক্ত ঘরে টর্চার সেল আটকে রেখে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ