অন্যান্য

মারপিটের মামলায় কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি 25 October 2024 , 6:42:24 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু,

     কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানিকে (২৪) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাজ্জাদ হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৫ আগস্ট সাজ্জাদ হোসেন সানিসহ (২৪) কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারপিট করে গুরুতর আহত করে। ওই ঘটনায় সাদ্দাম হোসেন গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে গ্রেপ্তার করে।

সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মারপিটের এক মামলায় সাজ্জাদ হোসেন সানিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

রাউজান প্রেসক্লাবের সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে: উপদেষ্টা নাহিদ

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা সাভার আশুলিয়া ৪০ লিটার চোলাই মদ জব্দসহ আটক ১ জন”

হোমনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচে কুমিল্লা ইউনাইটেড চ্যাম্পিয়ন

কচাকাটা থানায় এসআইয়ের বিরুদ্ধে লাথি-জুতাপেটার অভিযোগ তদন্তে প্রমাণ মেলেনি

                   

জনপ্রিয় সংবাদ