অন্যান্য

টেকনাফ র‌্যাব-১৫, অভিযানে ৭ বছরের সাজা প্রাপ্ত মাদক কারবারি সাব্বির আহম্মেদ আটক।

  প্রতিনিধি 25 October 2024 , 7:16:00 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন :-

টেকনাফ কক্সবাজার এরই ধারাবাহিকতায়, ঢাকা মেট্রো-পলিটন দক্ষিন থানার মামলা নং-১৬(৬)/২০, প্রসেস নং-৩৯৯/২৪, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারা মোতাবেক সাত (০৭) বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার পলাতক সাব্বির আহম্মেদ’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে সাব্বির আহম্মেদ (৫৮), পিতা-মৃত হাজী হাব্বিুর রহমান, মাতা-মৃত মোস্তফা খাতুন, সাং-বড়ইতলী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ