প্রতিনিধি 28 October 2024 , 6:07:24 প্রিন্ট সংস্করণ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী উখিয়ার ঘাট কাস্টমস চেকপোস্টে বিভিন্ন পণ-সামগ্রী বোঝাই গাড়ী থেকে চলছে চাঁদাবাজির মহোৎসব। চাঁদা আদায়ের জন্য ঘন্টার পর ঘন্টা গাড়ী দাড় করিয়ে রাখা হয়।
এসব চাঁদা আদায়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন কাস্টমস’র সিপাহী, ক্যাশিয়ার পরিচয়ী চকরিয়ার বাসিন্দা নুরুল মোস্তফা।সে এক সময় পরিচয় দিতো আওয়ামীলীগ দলীয় চকরিয়ার সাবেক এমপি বাটি জাফর তার আত্মীয়। বাটি জাফরের দাপটে প্রতি মাসে আধা কোটি টাকার চাঁদা আদায় করতো সে। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলেও বাটি জাফরের আত্মীয় পরিচয়ী নুরুল মোস্তফার চাঁদাবাজির পতন স্বত্বনা থেমে নেই নুরুল মোস্তফার চাঁদা আদায়ের মহোৎসব। দ্বিগুণ উৎসাহে চাঁদা আদায়ে সক্রিয় রয়েছে মহোৎসব। তার সিন্ডিকেট। ফলে কাস্টমস চেকপোস্টে বেপরোয়া চাঁদা আদায়ের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে।