অন্যান্য

আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত

  প্রতিনিধি 29 October 2024 , 12:39:53 প্রিন্ট সংস্করণ

পাইকগাছা, (ক্রাইম রিপোর্টার)

সাতক্ষীরা জেলা-আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।

উল্লেখ্য, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী ভারতে চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে একটি বাড়িতে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে সাংবাদিক নেতা নির্বাচিত হয়েছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ