অন্যান্য

শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত 

  প্রতিনিধি 1 November 2024 , 4:56:18 প্রিন্ট সংস্করণ

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি 

“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”এই স্লোগানে মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেনের সঞ্চালনায় ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানা ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর উপজেলা সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, আত্নকর্মী জাহাঙ্গীর হোসেন, রোজিফা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১জন যুবদের মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৬০ জন যুবদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ