অন্যান্য

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির নিরাপত্তা জোরদার।

  প্রতিনিধি 18 September 2024 , 10:57:32 প্রিন্ট সংস্করণ

মতিন গাজীঃ

 

যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে যশোর ৪৯- বিজিবি ও খুলনা -২১ বিজিবি। তারই ধারাবাহিকতায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারী ও লোকবল তাছাড়াও বন্দর এলাকার স্কুল ও রেলপথে নজরদারী বাড়ানো হয়েছে। সাধারণত বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধান্যখোলা, রঘুনাথপুর, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত অনুপ্রবেশকারীরা ব্যবহার করে থাকে। যার কারণেই সীমান্তে বিজিবির নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর ৪৯ -বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ইতিমধ্যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এইসব সীমান্তে অবৈধ এছাড়াও অনুপ্রবেশ রোধে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করে (সিইও) বেনাপোল ইমিগ্রেশন ওসি আজারুল ইসলাম জানান, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে সীমিত পরিসরে মেডিকেল যাত্রী যাচ্ছে। তবে, কোন সাধারণ পাসপোর্টধারী যাএী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই – বাছাইয়ের মাধ্যমে যেতে হচ্ছে ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ