অন্যান্য

নিখোঁজ কৃষকের মৃতদেহ পাওয়া গেল ধানক্ষেতে

  প্রতিনিধি 18 September 2024 , 11:06:54 প্রিন্ট সংস্করণ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভেলাবাড়িতে ধানক্ষেত নিখোঁজ কৃষক রমজান আলী (৬০) মরদেহ মিলেছে।

 

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী গ্রামে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহটি দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের আহাদ আলীর পুত্র।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে যায় কৃষক রমজান আলী। রাতে বাড়িতে না ফেরায় আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়। এরমধ্যে আজ বুধবার সকালে একই ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী গ্রামে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশে খবর দেয়া হয় । পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পোষ্ট মোডেম রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ