অন্যান্য

নওগাঁর মহাদেবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

  প্রতিনিধি 7 November 2024 , 5:22:13 প্রিন্ট সংস্করণ

এম.ডি মোহাইমেনুল হক: বিশেষ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁয় মুঠোফনে চার্জ দিতে গিয়ে অ-সাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৯) নামে এক যুবক (কাঠ মিস্ত্রির) মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় নিজাম হোসেনের কাঠ ফার্নিচার দোকানে।

নিহত রবিউল ইসলাম হলেন, মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী মান্দা উপজেলার সতিহাট উত্তর শ্রীরামপুর গ্রামের ইমাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজামের কাঠ ফার্নিচারের কর্মচারী রবিউল ইসলাম তার ব্যবহৃত মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ স্বজনদের (পরিবারের) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ