অন্যান্য

কলাপাড়ায় প্রাক্তন স্কুল শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন’র আহ্বানে র‍্যালি

  প্রতিনিধি 10 November 2024 , 1:42:34 প্রিন্ট সংস্করণ

 

সৈয়দ রাসেল, কলাপাড়া

 

কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ওই র‍্যালি থেকে “এখানে ছিল- এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে” এমন স্লোগানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশ গ্রহনের আহ্বান জানানো হয়।

 

র‍্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব রেজাউল করিম বাবলা, প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইয়াকুব খান, নেসারুদ্দিন আহমেদ টিপু, চঞ্চল সাহা প্রমূখ। র‍্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়।

 

উল্লেখ্য, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ ডিসেম্বর ২০২৪ প্রথম পুনর্মিলনী সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় ওই র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করার ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

প্রতিষ্ঠার পর হাতে এসএসসি ব্যাচগুলো প্রতিনিধিদের সম্পৃক্ত করার মাধ্যমে এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী ১৫ নভেম্বর নিবন্ধনের শেষ তারিখ।

 

১৯২৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে কলাপাড়ায় ব্যাপক প্রস্তুতি চলছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কর্তব্যরত অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে যোগাযোগ ও প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ