প্রতিনিধি 11 November 2024 , 2:26:31 প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে মৎস্য ঘেরে মাছ চুরির ঘটনায় হাতেনাতে আটক করা হয়েছে এক চোরকে। অন্য এক চোর পালিয়ে গেলেও জানাগেছে সেই চিহৃিত চোরের নাম। এঘটনায় কালিগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঘের মালিক। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের কুমুরির বিলে মৎস্য ঘেরে চুরির ঘটনাটি ঘটেছে।
আটককৃত চোর হলেন উত্তর শ্রীপুর গ্রামের মৃত জহুর আলী গাজীর ছেলে শাহিনুর আলম মিন্টু (৩৫)। স্থানীয় ইউপি সদস্য ও ঘের মালিকগন জানান, উত্তর শ্রীপুর কুমুরির বিলে মোশারফ হোসেনের মৎস্য ঘেরে গভীর রাতে একই গ্রামের শাহিনুর আলম মিন্টু (৩৫)সহ আরো দুইজন মাছ চুরি করতে যায়।
এসময় ঘের মালিক মোশারফ হোসেন ঘেরে গিয়ে চোরকে মাছ ধরা অবস্থায় দেখতে পায়। তার ডাকচিৎকারে পাশের ঘেরের মালিকরাও দ্রুত উঠে এলাকাবাসীকেও ঘুম ভাঙায়ে চারিদিক থেকে ঘিরে ফেলে একজনকে আটক করে। অন্য এক জন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা চোর মিন্টুকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এই ব্যাপারে ঘের মালিক মোশারফ হোসেন বাদী হয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর সাথে চুরির ব্যাপারে কথা হলে তিনি জানান চুরি মামলায় একজন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।