প্রতিনিধি 12 November 2024 , 1:26:10 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার
স্টাফ রিপোর্টার
মহম্মদপুরে ছাত্রদল নেতা হত্যার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন।
মাগুরা মহম্মদপুরে ছাত্রদল নেতা তৈয়ব হত্যার আসামিদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহম্মদপুর বাজারের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেছে ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় সাধারন জনতা।
মানববন্ধনে তৈয়বের পিতা আবুল কালাম আজাদ ও তার মাতা বলেন, আমার সন্তানের হত্যাকারী খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনের নিকট তাদের সন্তানকে হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত আটক এবং বিচারের জোর দাবি জানান। হত্যার ঘটনা দীর্ঘদিন পার হলেও মামলার চার্জশিট না দেওয়ায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা।
উল্লেখ্য ফেসবুকে পোস্ট করার জের ধরে ২০২৩ সালের ২৩ শে আগষ্ট মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের চর নাওভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু তৈয়ব মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করা করা হয়। আহত অবস্থায় প্রথমে মহম্মদপুর হাসপাতালে ও পরে ঢাকার নিউ ল্যাব হাসপাতালে চিকিসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু তৈয়ব। আবু তৈয়ব রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি ছিলেন।