প্রতিনিধি 16 November 2024 , 1:10:27 প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ স্পৃষ্টে পাইকগাছায় ইবাদুল খাঁ(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার প্রতাপকাটি গ্রামের মৃত আবুল হোসেন খাঁর ছেলে। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে মরদেহের সুরতহাল শেষে থানায় অপমৃত্যু মামলা করেছে।
মৃতের ছোট ভাই সবুর খাঁ জানান,আমার বড় ভাই ইবাদুল খাঁ শামুকপোতা ব্রীজের পাশে হারিতে নেয়া চিংড়ি ঘেরের বাধের উপর সবজির চাষ করে। শুক্রবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সবজির ক্ষেতে সেচ দেয়ার সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় আমি আমার নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় দেখতে পেয়ে দ্রুত বিদ্যুতের সুইচ বন্ধ করে দিই। আহত অবস্হায় তাকে কপিলমুনি হাসপাতালে নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে দেয়া হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।