অন্যান্য

হোমনা প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন

  প্রতিনিধি 17 November 2024 , 8:36:56 প্রিন্ট সংস্করণ

মোঃ তারিকুল ইসলাম, হোমনা, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে সম্প্রতি কক্সবাজারে বার্ষিক আনন্দ ভ্রমণ আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠেছিল। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, মহেষখালী, পাটুয়ারটেক এবং সমুদ্রের ঢেউয়ের মাঝে স্নানের অভিজ্ঞতা নিয়ে এই ভ্রমণটি ছিল স্মরণীয়। এতে হোমনা প্রেস ক্লাবের সদস্য (সাংবাদিক) সহ আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ভ্রমণের প্রথম দিন অংশগ্রহণকারীরা যান মহেষখালী দ্বীপে। সেখানে প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য মুগ্ধ করে সবাইকে। বিখ্যাত আদিনাথ মন্দির ও লবণ উৎপাদন খামার পরিদর্শনের সময় ভ্রমণকারীরা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যান।

পরের দিন প্রেস ক্লাবের সদস্যরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে ভ্রমণ করেন। সমুদ্রের একপাশে ঢেউ আর অন্যপাশে পাহাড়ের অপরূপ দৃশ্য মুগ্ধ করেছিল সবাইকে। ছাদ খোলা গাড়ির উপর দিয়ে সূর্যাস্তের সময়কার সৌন্দর্য অবলোকন করার মুহূর্ত ছিল অসাধারণ।

পাটুয়ারটেক সৈকতে কাটানো সময় ভ্রমণের আরেকটি চমৎকার অধ্যায়। নিরিবিলি এই সৈকতে তারা প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ কাটান। গাংচিলের ওড়াউড়ি, নরম বালির ছোঁয়া, আর ঢেউয়ের সুর সবাইকে মুহূর্তের জন্য প্রশান্তি এনে দেয়।

ভ্রমণের প্রথম দিনের মত শেষ দিনেও কক্সবাজার সী বিচে সমুদ্র স্নান ছিল আনন্দের প্রধান আকর্ষণ। সদস্যরা দল বেঁধে সমুদ্রের ঢেউয়ে মেতে ওঠেন। বালির প্রান্তরে ফুটবল খেলা, ছবির সেশন এবং ঢেউয়ের সাথে জলকেলি সবার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়ে যায়।

এই আনন্দ ভ্রমণের পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুসংগঠিত। প্রেস ক্লাবের সদস্যদের মিলিত উদ্যোগে ভ্রমণের প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে উঠেছিল। সবাই একমত হন যে, এমন আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যেতে হবে।

হোমনা প্রেস ক্লাবের এই বার্ষিক আনন্দ ভ্রমণ অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্যম ও সৃজনশীলতার অনুপ্রেরণা জাগিয়েছে। কক্সবাজারের এই স্মৃতিময় ভ্রমণ তাদের কর্মজীবনে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা যায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ