প্রতিনিধি 17 November 2024 , 8:48:08 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ( ঝিনাইদহ)
যশোর-ঝিনাইদহ মহাসড়ক যেন পরিণত হয়েছে মানুষের ভোগান্তিতে।প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের। রাস্তা মেরামতের কোনো ব্যবস্থা নেই। রাস্তার কয়েকমিটার পরপরই ভেঙে পরিণত হয়েছে গর্তে।গাড়ি চালক গন যেমন গাড়ি চালাতে ভোগান্তির সম্মুখীন হচ্ছে তেমনি যাত্রী গন ও দুর্ভোগের শিকার হচ্ছে। এমতাবস্থায় মানুষ এই দুর্ভোগের হাত থেকে রিহায় পেতে চাই।কিন্তু প্রশাসনের কোনো দৃষ্টি নেই এ দিকে।জনসাধারণ রাস্তায় চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে। এমনকি অধিক গাড়ির চাপে ছোট গাড়ি চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে জায়গা না থাকায় গাড়ি রাখার ও কোনো ব্যবস্থা নেই।