অন্যান্য

“ঢাকা সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার”

  প্রতিনিধি 18 November 2024 , 6:50:57 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও বনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন মনির মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল এলাকার মৃত লাবু মিয়ার ছেলে।

তিনি সাভারের বনগাঁ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের বনগাঁও এলাকার হাংগাইল মোড়ে অভিযান অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাভারভুক্ত আসামি মনির মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।’ আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ