অন্যান্য

সাতক্ষীরায় হত্যা মামলার ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন 

  প্রতিনিধি 19 November 2024 , 11:07:35 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন

 

 

সাতক্ষীরার তালা উপজেলায় সোমবার (১৮ নভেম্বর) সকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-আমিন ও তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এবং তালা থানার ওসি শেখ শাহিনুর রহমানের উপস্থিতিতে হত্যা মামলার ৩ মাস ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের মৃত মোছা মোড়লের ছেলে আঃ কাদের মোড়লের লাশ।

 

নিহতের ছেলে আঃ হালিম মোড়ল বলেন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ আগষ্ট ভোর ৬ টার দিকে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত আমার বাবা। দেশের পট পরিবর্তন হওয়ার সেদিন মামলা হয়নি এবং লাশ ময়নাতদন্ত করতে পারিনি। ফলে একই দিন ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর ৮ দিন পর গত ১৪ আগষ্ট আমি বাদি হয়ে তালা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করি। ন যার নং ০৪,তারিখ-১৪/০৮/২৪। মামলার আসামীরা হলেন আটারই গ্রামের মৃত. রহিম মোড়ল ওরফে নরিমের ছেলে আশরাফ মোড়ল(৫৯), জাকিরুল মোড়ল(৩৮), জাকাম মোড়ল(৫২), আশরাফ মোড়লের ছেলে সোহাগ মোড়ল(২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না(৪২) ও মোকাম আলী গাজীর ছেলে আলাউদ্দীন গাজী(৪৫)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন সুষ্ঠু তদন্তের জন্য আদালতের নির্দেশে মৃত আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এছাড়া তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান বলেন গত ৬ আগস্ট ঘটনার পর মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ