অন্যান্য

কালিগঞ্জে আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত 

  প্রতিনিধি 21 November 2024 , 1:01:33 প্রিন্ট সংস্করণ

 

আলমগীর হোসেন

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর চৌমুহনী আছিয়া লুত্ফর প্রিপারেটরি স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র -ছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর-২৪) বেলা ১১ টায় স্কুলের মাঠে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, কবি মুনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষানুরাগী শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, কালিগঞ্জ কলেজের (অবঃ) অধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক নুরুল আমিন মোড়ল, প্রভাষক আছিয়া রহমান, শিক্ষক আকবর আলী, অবিভাবক আবু আলম, মরিয়ম আক্তার, আছমা পারভীন ও ছাত্রী ঐশি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক জিএম রফিকুল ইসলাম। এসময়ে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ১৯৯৯ সালে স্থাপিত হয়ে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে পরিবেশ বান্ধব ও শিক্ষা বান্ধব হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ২’শ ১১ জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ