অন্যান্য

নাসিরনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 23 November 2024 , 6:26:19 প্রিন্ট সংস্করণ

 

 

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামবাসির উদ্যোগে বৃহস্পতিবার(২১ নভেম্বর) কুলিকুন্ডা গ্রামে সন্ধ্যা ৭ ঘটিকায় বিএনপি’র আগামীদিনের রুপরেখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

 

প্রধান অতিথির বক্তৃতায় এম এ হান্নান বলেন,

দীর্ঘ ১৫ বছর ৭ মাস পরে আপনাদের সামনে দাড়িয়েছি। এতগুলো বছর পরে মুক্ত স্বাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ফ্যাসিষ্ট অবৈধ সরকারের সময় ৭ বার বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। কিন্তু আজ জনগণের কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আয়না ঘর, গুম খুন সহ সমস্ত অপরাধের বিচার এই বাংলায় হবে।

 

আলোচনায় সভাপতিত্ব করেন কুলিকুন্ডা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া।সঞ্চালনায় ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক মো. নাজিমউদ্দীন ও ৫ নং ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক মো. শামীম ভূঁইয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

টিকটকার ক্রিম আপার বিরুদ্ধে মামলা

রাজশাহীর এক এসআইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

বোচাগ‌ঞ্জে ফেরিওয়ালার লাশ উদ্ধার

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেন সিমিন