অন্যান্য

ঝিনাইদহ ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এস আর নিহত।

  প্রতিনিধি 23 November 2024 , 4:35:22 প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পিরোজপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানান, বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারবাজার এলাকায় যাচ্ছিলেন ইমরান। পথিমধ্যে পিরোজপুর নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী জানান, গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়।

 

বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ