অন্যান্য

ঝিকরগাছায় সরকারের ২৭শতক সম্পত্তি উদ্ধার করল -এসিল্যান্ড নাভিদ সারওয়ার 

  প্রতিনিধি 23 November 2024 , 4:42:10 প্রিন্ট সংস্করণ

 

এম.আমিরুল ইসলাম জীবনঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নে সরকারের ২৭শতক সম্পত্তি দখলমুক্ত করেছেন ঝিকরগাছা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।

শনিবর দুপুরে নাভারন ইউনিয়নের ১০৯ নং করিমালী মৌজার ১নং খতিয়ানের ৬৩৮ দাগের ২৭শতক সরকারের সম্পত্তি দখলমুক্ত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে যশোরের জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তির সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, দীর্ঘ দিন ধরে সরকারি গেজেটভুক্ত এই জমি অবৈধভাবে দখল করে আসছিলের ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে আব্দুল খালেক গং। বিষয়টি তদন্তপূর্বক তা দখলমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকমীবৃন্দ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ