প্রতিনিধি 27 November 2024 , 7:55:24 প্রিন্ট সংস্করণ
সাব্বির হাসান
গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প বাঁশের তৈরি মোড়া,দোলনা ও জুড়ি তৈরি করে সংসার চলে ২৭০ পরিবারের। যশোরের মনিরামপুরে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের দাস পাড়ায় বৃদ্ধ নারী পুরুষ সবাইকে এই মোড়া তৈরি করতে দেখা যায়। জানতে চাইলে কয়েকজন জানান আমাদের পূর্ব পুরুষ যুগ যুগ ধরে এই কাজের সাথে জড়িত।আমারাও সেই ধারাবাহিকতায় গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প বাঁশের তৈরি মোড়া দোলনা জুড়ি তৈরি করে আসছি। তবে বর্তমানে প্লাস্টিকের চেয়ার ঘরে ঘরে থাকায় বাঁশের তৈরি মোড়া দোলনার চাহিদা অনেক কমেছে। এইজন্য আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি বাড়িতে তৈরি হচ্ছে এই মোড়া ও বাঁশের জুড়ি। কথা হয় মিলন দাস,দিলীপ দাস, ও গনেষ দাসের সাথে তাঁরা জানান এই মোড়া তৈরি করতে আমাদের অনেক কষ্ট সময় শ্রম দিতে হয়।গ্রামে গ্রামে ঘুরে বাঁশ কিনে বাড়িতে এনে সুন্দর করে পরিষ্কার করে রং করে পরিবারের সবাই মিলে এটা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে হাকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। তবে আমরা এইগুলো তৈরি করতে যে পরিমাণ কষ্ট শ্রম দিই সেই অনুযায়ী পারিশ্রমিক হয় না। এইভাবে চলতে থাকলে গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প মনে হয় আস্তে আস্তে মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে।