অন্যান্য

সরাইল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৩০পিস ইয়াবাসহ ৩ জন গ্রাফতার। 

  প্রতিনিধি 5 December 2024 , 3:56:00 প্রিন্ট সংস্করণ

 

আব্বাস উদ্দিন :জেলা প্রতিনিধি (ব্রাহ্মণ বাড়িয়া)

 

. ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা কর্মরত

এসআই(নিঃ)/মোহাম্মদ ফারুক হোসেনএর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ জয়নাল আবেদীন,এসআই (নিরস্ত্র)/ মোঃ নুরুন নবী, এএসআই (নিরস্ত্র)/ রুবেল আখন সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে রাত অনুমান ৩.২০ ঘটিকার সময়ে সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজের পূ্র্ব অংশে ঢাকা-সিলেট মহাড়সকের উপর সড়কের দক্ষিন পার্শ্বে চেক পোষ্ট ডিউটি করিয়া ৩৩০ পিস ইয়াবা ট্যবলেট সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আব্দুল্লাহ এর পরিহিত শার্টের বাম পকেট হতে ১৯৩ (একশত তিরানব্বই) পিস, আসামী-আবুল কালাম এর পরিহিত লুঙ্গির কাচা হতে ৬৫ (পয়ষট্টি) পিস মাদক ইয়াবা ট্যাবলেট এবং আসামী-মোঃ শাহ আলম এর পরিহিত শার্টের বাম পকেট হতে ৭২ (বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

. আসামীর নাম ও ঠিকানাঃ- (১) মোঃ আব্দুল্লাহ (২৯), পিতা-মৃত রহমত আলী, মাতা-মালেকা বেগম, সাং-শাহবাজপুর, মুন্সিহাটি, (২) মোঃ আবুল কালাম (৪৭), পিতা-মৃত আবু তাহের, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-শাহবাজপুর, মুড়াহাটি, আতকা বাজার, (৩) মোঃ শাহ আলম (৪২), পিতা-মৃত মুন্নু মিয়া, মাতা-তোহরা বেগম, সাং-শাহবাজপুর, মুড়াহাটি, কালা মিয়ার বাড়ি, সর্বথানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

. এ বিষয়ের সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান, মিডিয়া প্রতিনিধি কে বলেন,আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০ (ক), ৪১ মামলা দায়ের হয়।

আসামি আব্দুল্লাহ এবং কালাম কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। আব্দুল্লাহর বিরুদ্ধে মাদক এবং ডাকাতির ১০টি মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন ও বিচারাধীন আছে। কালাম এর বিরুদ্ধে মাদক এবং ডাকাতির ৯ টি মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন ও বিচারাধীন আছে।আসামী শাহ আলম এর বিরুদ্ধে ১টি মামলা বিচারাধীন আছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে । মাদকের বিরুদ্ধে সরাইল থানা পুলিশ জিরো ট্রলারেন্স। আসামি কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে ।আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।

 

আব্বাস উদ্দিন

০১৭১৫৭৫৬২১০

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ