প্রতিনিধি 7 December 2024 , 5:07:46 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
রামগঞ্জ পৌর রতনপুর গুলবাগ যুব ফাউন্ডেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার রাতে রতনপুর গুলবাগ এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার।
২০১৬ ইং সনে প্রতিষ্ঠিত এ সংগঠনটির কার্যক্রম রাজনৈতিক কারনে দীর্ঘদিন বন্ধ ছিলো। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর ফের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন করে এ সংগঠনটি চালুর উদ্যোগ গ্রহণ করেন।
সভাপতি মাহাদী হাসান রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পেশাজীবি সংগঠনের নেতা কামাল হোসেন বকুল, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।