অন্যান্য

কলাপাড়ায় মিশবাহুল কুরআন আশরাফিয়া মাদরাসা মাদানী নেসাব’র উদ্বোধন

  প্রতিনিধি 8 December 2024 , 12:24:36 প্রিন্ট সংস্করণ

 

সৈয়দ রাসেল, কলাপাড়া.

 

মিশবাহুল কুরআন আশরাফিয়া মাদরাসা মাদানী নেসাব উদ্বোধন ও দোায়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় নতুন বাজারস্থ মেহেরুনা প্লাজা চতুর্থ তলা এ মাদরাসা উদ্বোধন করা হয়।

 

সময় মিশবাহুল কুরআন আশরাফিয়া মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক ও নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ তাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইদুর রহমান, এতিমখানার জামে মসজিদের ইমাম মো.নিজাম, নতুন বাজার জামে মসজিদের সাবেক সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদস্য শাহজাহান, মধুখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপারেনটেন্ট আহালউল্লাহ মাওলানা।

 

এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল, সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটের সত্তাঅধিকারী শাহজাহান মিয়া, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. রাসেল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন পায়রা বন্দর-কুয়াকাটা প্রতিনিধ ফরিদ উদ্দিন বিপু, সদস্য ফরাজী মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

 

 

মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ তাজ বলেন কুরআন ও সুন্নাহ আলোকে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার লক্ষে এ মাদ্রাসা পরিচালিত হবে। এবং মুহতারাম মাওলানা আবু তাহের মেজবাহ (আদিব হুজুর) দা: মা: প্রণীত সিলেবাস অনুসারে দরদ প্রদান করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ