প্রতিনিধি 8 December 2024 , 9:29:34 প্রিন্ট সংস্করণ
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালীর উপজেলার ধলঘাটায় মাতারবাড়ি বন্দরের নামে পুনরায় ৬১১ একর জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীর ধলঘাটা ভূমি রক্ষা আন্দোলন ও মহেশখালী জন সুরক্ষা মঞ্চ।
৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩টায় মহেশখালী উপজেলার ধলঘাটের মাতারবাড়ি বন্দরস্থ নাছির মোহাম্মদ ডেইল ও তার পাশে পৃথক ভাবে এ মহেশখালী জন সুরক্ষা মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধলঘাটার নারী-পুরুষ, শিশুসহ নানা শ্রেণি-পেশার স্থানীয় অসংখ্য মানুষ যোগ দেয়। এসময় তারা সমবেত শত শত নারী পুরুষ স্থানীয়রা বিক্ষুব্ধ কন্ঠে বলেন, বিগত সরকার উন্নয়নের নামে হাজার হাজার মানুষের চাষাবাদের জমি অধিগ্রহণ করে তাদের বাস্তুচ্যুত করেছে। ধলঘাটার ৫০ হাজার মানুষের লবণের মাঠ, মাছের প্রজেক্ট, কাঁকড়া ঘের, আবাদি সব জমি নেয়ার পর এখন ভিটেমাটি ও বাপ-দাদার শেষ সম্ভল কবরস্থানের জমি অধিগ্রহণের পায়তারা করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নামে মাতারবাড়ি বন্দরের জন্য মানুষকে বাস্তুচ্যুত করা এমন জনবিধ্বংসী অধিগ্রহণ অনতিবিলম্বে বাতিল করে ধলঘাটের সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন। অন্যতায় তাদের লাশের উপর দিয়ে এধরনের অধিগ্রহণ করতে হবে বলে জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ধলঘাটা ভূমি রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবদুল মান্নান রানা, নুরুল আফছার, আবুল বশর, আলী আজগর, আব্দুল হামিদ, ছাবের আহমেদ, মো.ইলিয়াছ মিয়া, রুহুল আমিন ও মহেশখালীর জন সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মৌলানা মহসিনসহ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারন সম্পাদকের যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক, নির্বাহী সদস্য এস এম রুবেল, সদস্য কায়সার, নিলুফা ইয়াসমিন সহ আরো অনেকে।