অন্যান্য

মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত।

  প্রতিনিধি 9 December 2024 , 10:53:42 প্রিন্ট সংস্করণ

 

মুহাঃ আশরাফুল ইসলাম

 

 

আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে মনপুরা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

 

সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান করেন।

 

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোঃ সাঈদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মাষ্টার মোঃ আব্দুল মান্নান, অনুষ্ঠানে সঞ্চালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম।উক্ত আলোচনা সভায় বিভিন্ন বক্তারা তাঁদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনসচেতনতা ও আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি ও দুর্নীতির কুফল সম্পর্কে অবহিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

আলোচনা শেষে দুর্নীতি দমন বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

রাজৈর টেকেরহাট হাইওয়ে ফুটপাত দখলমুক্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান।

গাজীপুরে আ. লীগ নেতা হাবিব চেয়ারম্যান গ্রেপ্তার হাবিবুর রহমান খান হাবিব

ডুমুরিয়ায় ঝোপের ভেতর মিললো ছিন্ন-বিচ্ছিন্ন লাশ, পরিচয় মিলল নিখোঁজ ভ্যানচালকের

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী

মনিরামপুরে ভূমি অফিসে দালালমূক্ত করতে সেবা কুঞ্জ!

                   

জনপ্রিয় সংবাদ