প্রতিনিধি 9 December 2024 , 10:55:01 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সার্বিক উদ্যোগে পৌরসভা এলাকায ২ কোটি ৬৫ লাখ টাকার লাইটিং প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর শহরটি একটি আলোকিত শহর হিসেবে পৌরবাসী এর সুফল পাবে৷
রামগঞ্জ এবং সোনাপুর বাজারের আলোকসজ্জার কারণে পৌর শহর একটি দৃষ্টিনন্দন আলোকিত শহর হিসেবে গড়ে উঠবে।
পৌরসভা সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্প হল,
ক)রামগঞ্জ জোড় কবর সড়ক থেকে সোনাপুর নট্রগোপাল সড়ক
খ)রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক থেকে সামার দোকান হয়ে কলচমা প্রাথমিক বিদ্যালয় সড়ক।
গ) পুরাতন হাজীগঞ্জ সড়ক থেকে ইউনুস আটিয়াবাড়ী থেকে কাওয়ালীডাঙ্গা সড়ক।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।