অন্যান্য

আমতলীতে গৃবধুর আত্মহত্যা

  প্রতিনিধি 10 December 2024 , 2:54:33 প্রিন্ট সংস্করণ

নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধি ঃ

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে বিয়ের ১ বছরের মধ্যে পিতার বাড়ীতে বসে গলায় কালো রংয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধু সাবিনা (১৯)।
সাবিনার শশুর বাড়ীর সূত্রে জানা যায়, মানিক ঝুড়ি এলাকার সানু হাওলাদারের পুত্র মো. বায়েজিদের সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনার প্রেমের সর্ম্পকের সূত্রে গত ১ বছর পূর্বে বিবাহ হয় । কিন্তু এই বিবাহ মেয়ের পিতা জামাল মীর মেয়ের মা রিমা বেগম মানিয়া নেয় নাই। এ ঘটনাকে কেন্দ্র করে বিবাহের পর থেকে মেয়ের পিতা মাতার মধ্যে বিবাদ চলে আসছে । এই ঘটনার সমাধানের জন্য ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার ও সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগমের উপস্থিতিতে সালিস বিচার ব্যবস্থা হওয়ার কথা ছিলো। সালিসগন মানিকঝুড়ি স্ট্যান্ডে উপস্থিত হলেও মেয়ের পিতা জামাল মীর সালিসে বসবেনা বলেন সালিশদারদের জানিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাবিনা তার পিতামাতার সাথে সোমবার রাতে ঝগড়াঝাঁটি করে সাবিনা ঘুমাতে যায় । মঙ্গলবার সকাল ১০ টার সময় সাবিনা (১৯) ঘুম থেকে উঠেনা তাই তার মা রিমা বেগম (৪০) সাবিনাকে ডাকতে গিয়ে দেখে দোতালার আড়ার সাথে সাবিনা ঝুলে রয়েছে ।
সাবিনার মা রিমা বেগমের ডাকাডাকিতে বাড়ীর লোকজন এসে দেখে সাবিনার নিথর দেহ ঝুলে রয়েছে।
বাড়ীর লোকজন থানা পুলিশে খবর দিলে আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান এ ঘটনায় থানায় অপমৃত্য্রু মামলা হয়েছে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ