প্রতিনিধি 11 December 2024 , 3:53:30 প্রিন্ট সংস্করণ
জি এম ফিরোজ উদ্দিন,মণিরামপুর প্রতিনিধি:
যশারর মণিরামপুর বিরাটরাজার ধনপাতা বা গুপ্তধনর ঢিবির দ্বিতীয় পর্যায় খনন কার্যক্রম শুরা করা হয়ছ। প্রধান অতিথি হিসব মঙ্গলবার খনন কাজর উদ্বাধন করন উপজলা নির্বাহী অফিসার নিশাত তামানা। প্রততত্ত¡ অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগর আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনর সভাপতিত্ব অনুষ্ঠান ¯ানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার লাকজন অংশগ্রহন করন।
প্রততত্ত¡ অধিদপ্তরর অনুসন্ধানর ভিত্তিত খদাপাড়ায় অব¯িতি এ প্রতঢিবিটি ২০০৭ সাল চিহ্নিত করা হয়। গত অর্থবছর প্রথম প্রততত্ত¡ অধিদপ্তরর খুলনা আঞ্চলিক কার্যালয়র সার্বিক তত্ত¡াবধান ও দিকনির্দশনায় এ ঢিবির খনন কার্যক্রম শুরু হয়। গত বছর ১১ টি বর্গ হ্যারিস ম্যাট্রিক পদ্ধতি অনুসরণ কর প্রাচীন ¯াপনার ধবংসাবশষ উন্মাচনসহ খনন প্রাপ্ত প্রতবস্ত সমূহ নথিভুক্ত করা হয়। এছাড়া গতবছর ঢিবির সীমিত একটি অংশ খনন পরিচালনা কর প্রাচীন ইটর নির্মিত চতু®াণ প্রার্থনা কক্ষসহ একটি বর্গাকার ¯াপনার সন্ধান পাওয়া যায়। উন্মাচিত ¯াপনাটিক প্রাথমিক ভাব আদি মধ্যযুগর কান ¯াপত্য নিদর্শনর বল ধারণা করা হয়।
প্রততত্ত¡ অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, কর্তপক্ষর নির্দশ খদাপাড়া এলাকার বিরাট রাজার ধনপাতা এ ঢিবির কাজ ১০ জানুয়ারি শুরু হয় ৩০ জানুয়ারি শষ হয়। খননকাল পাড়া ইটর বশ কয়কটি ¯াপনার চওড়া দওয়াল বরিয় আস। এছাড়াও পাওয়াযায় প্রাচীন মৎপাত্রর ভগাংশ, পাথরর টুকরা, বাটি, পশুর হাড় ও লাহার পরক। লাভলী ইয়াসমিন জানান, প্রাথমিক ধারনা করা হছ প্রায় এক হাজার দুই’শ বছর আগ এখান বিরাট রাজার উপাসনালয় ছিল নাকি আবাস¯ল ছিল স সম্পর্ক নিশ্চিত হওয়া যাব খনন কাজ শষ হল।