অন্যান্য

” ঢাকা সাভারে পাগলা কুকুরের কামড়ে ৬৪ জন‌ আহত “

  প্রতিনিধি 11 December 2024 , 12:19:27 প্রিন্ট সংস্করণ

 

 

রাজ রোস্তম  ঢাকা :

 

ঢাকা সাভারে একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৬৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনী, সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি কুকুরের কামড়ে ৬৪ জন আহত হয়।

 

লাভলু মিয়া নামে আহত এক ব্যক্তি জানান, পাগলা কুকুরটি রেডিও কলোনী থেকে মানুষদের কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়াই।

 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ