অন্যান্য

গোয়ালন্দে চুরির মালামাল হরিলুটে বাঁধা দেয়ায় যুবকে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা

  প্রতিনিধি 22 September 2024 , 12:29:19 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন

স্টাফ রিপোর্টার্স-

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় হ্যালিপ্যাড এলাকায় চোর সিন্ডিকেটের চুরি করা ব্যাটারি চালিত অটোরিক্সা ,রিক্সা,ভ্যান গাড়ির মালামাল হরিলুটের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দৌলতদিয়া এলাকায় অটোরিকশা চুরি করার সময় বেলায়েত ফকির নামে চোর চক্রের একজনকে আটক করে স্থানীয় জনতা। পরের দিন শুক্রবার সকালে ইউনিয়নের বরকত সরদার পাড়ায় তাঁর বাড়িতে তল্লাশি করে অটোরিকশার বিভিন্ন মালামাল দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল গিয়ে অটো, ভ‍্যান, রিকশার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পান। চোর চক্রের মুলহোতা বেলায়েত ফকির ও তাঁর জামাতা আলম ফকির এবং তাঁদের সহযোগি তাঁরা ফকিরসহ সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে ব্যাটারি চালিত
অটো, রিক্সা,ভ‍্যান সহ চুরি করে এনে তাঁদের বাড়িতে খুলে খুলে বিক্রি করতেন। পুলিশ শুক্রবার চোর চক্রের মূলহোতা বেলায়েত ফকিরকে ধরে নিয়ে আসার পর থেকে ওই বাড়িতে চোরাই যন্ত্রাংশসহ বাড়ির অন‍্যান‍্য মালামাল হরিলুট করতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। হরিলুটে বাঁধা দেয়ায় সোহাগ মন্ডল(৩০) নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী সোহাগ মন্ডল গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নামে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, যদু ফকির পাড়া গ্রামের কেরু মন্ডলের ছেলে শাহীন মন্ডল(৪০), বেপারী পাড়া গ্রামের কাশেম মন্ডলের ছেলে কাউছার মন্ডল(৩১), ওমর আলী মোল্লা পাড়া গ্রামের হাবি মন্ডলর ছেলে আরিফ মন্ডল(২৫), যদু ফকির পাড়া গ্রামের কেরু মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল(৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০শে সেপ্টেম্বর ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্র বরকত সরদার পাড়া বেলায়েত ফকিরকে আটক করার পর উক্ত বাড়ি আমি সকালে দেখতে গেলে জাহাঙ্গীর মন্ডল(৩৫) আমাকে বাড়ির মধ্যে যেতে বাধা দেয়। এসময় আমার পিতা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসে। পরে ওই বাড়ি থেকে জাহাঙ্গীর রিক্সা যোগে মালামাল নিতে চাইলে আমি বাধা দেই। পরবর্তীতে শুক্রবার দিনগত রাত ১০ টায় আমি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ফার্মেসি থেকে ঔষধ কিনে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে ৩ টি মোটরসাইকেলে ৬/৭ জন এসে আমার উপর হামলা করে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকলে রিক্সায় গিয়ে কোপগুলো লাগলে আমি প্রাণে বেঁচে যাই। এসময় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইযোগে চলে যায়। আমি প্রাণ বাঁচাতে এবং আমার নিরাপত্তার জন‍্য গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ দায়ের করি।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তদন্ত করে এ ব‍্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ