অন্যান্য

ঢাকায় ১৯ দেশের ব্যাডমিন্টন উৎসব

  প্রতিনিধি 12 December 2024 , 1:28:04 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

৫ আগস্ট পরবর্তী সময়ে ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য খেলা খানিকটা থমকে রয়েছে। দু-একটি ফেডারেশন জাতীয় প্রতিযোগিতা আয়োজন করলেও ফুটবল-ক্রিকেট ছাড়া বাংলাদেশে বিদেশি কোনো দল আসেনি গত কয়েক মাসে। তবে চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া সানরাইজ-ইউনেক্স জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে ১৯ দেশ আসবে ঢাকায়।১৩ ডিসেম্বর পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জুনিয়র টুর্নামেন্ট আগে শুরু হবে। জুনিয়র টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া অংশগ্রহণ করবে। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিনিয়র টুর্নামেন্টে খেলবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ড।

 

জুনিয়র বিভাগে বাংলাদেশের ৫৫ জনসহ ভারত-ইন্দোনেশিয়া মিলিয়ে মোট ১১৪ জন এবং সিনিয়র বিভাগে বাংলাদেশের ৬১ জনসহ অন্য দেশ মিলিয়ে ২২৮ জন অংশগ্রহণের প্রত্যাশা করছে ব্যাডমিন্টন ফেডারেশন।জুনিয়র ও সিনিয়র উভয় বিভাগে নারী, পুরুষ একক ও দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈত পাঁচ ইভেন্টেই খেলা হবে। বিগত আসরে এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। তাই এবারও সেই রকম কিছু প্রত্যাশা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানার, ‘আমরা দুই বিভাগেই ভালো প্রত্যাশা করছি। বিশেষ করে জুনিয়র বিভাগে বিগত টুর্নামেন্টগুলোতে আমাদের একাধিক পদক ছিল। এবারও সেই রকম কিছু আশা রয়েছে।’সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা নারী ও আরেক সাবেক চ্যাম্পিয়ন জাভেদ পুরুষ দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। এই টুর্নামেন্টে টেকনিক্যাল অফিশিয়াল হিসেবে কাজ করার কথা ছিল আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের। তার অকালমৃত্যুতে সেই ভার এখন পড়েছে শামীমের ওপর।

 

ব্যাডমিন্টনে প্রসিদ্ধ কোম্পানি ইউনেক্স। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই তারা পৃষ্ঠপোষকতা করে। বিগত সময়ে এই টুর্নামেন্টে বিশ্বের ও এশিয়ার অনেক শীর্ষ র‌্যাংকিংধারী শাটলার অংশ নিয়েছেন। ইউনেক্স এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হলেও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে স্পন্সর জোগাড় করতে হয়েছে। ৭০ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে একমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক সহায়তা করছে। জুনিয়রে ৫ ও সিনিয়রে ১৫ হাজার ডলার প্রাইজমানি রয়েছে।

 

১৯ দেশ থেকে প্রায় শতাধিক খেলোয়াড় আসবেন। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ফেডারেশনের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট ডিরেক্টর তাপতুন নাসরীন গতকাল বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করেছি। এয়ারপোর্ট, হোটেল, ভেন্যু- সব জায়গায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’ বছরখানেক পল্টনের ইনডোর সংস্কার হয়েছে। সেখানে আবার খানিকটা ত্রæটি ধরা পড়ে। এরপর আবার পুনরায় সংস্কার কাজ শুরু হয়। এমন কোর্টে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডানা বলেন, ‘কোর্টে কিছু কাজ চলছে দ্রæততম সময়ের মধ্যেই শেষ হবে।’

 

ক্রিকেট, ফুটবল বাদে দেশের বাকি ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক নির্ভর। ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক সাধারণ সম্পাদক লাপাত্তা। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফেডারেশনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলোতে প্রকাশ্যে আসেন না। তবে গত মঙ্গলবার ভারতে মারা যাওয়া আম্পায়ার নাজীব ইসমাইল রাসেলের শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের তথ্য, ফেডারেশনের একটি পক্ষের জন্য তিনি আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলোতে আসতে পারেন না। গতকাল গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তি সাধারণ সম্পাদক স্বাক্ষর করলেও সম্মেলনে অনুপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ