অন্যান্য

এই শীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস

  প্রতিনিধি 13 December 2024 , 5:56:30 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে যোগ হয়েছে হিম বাতাস ও কুয়াশা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশা কিছুটা কমতে পারে।

এদিকে, শীতকাল বলতে যা বোঝায়- সেই পৌষ মাসের আরও তিনদিন বাকি। তাই উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর দাপট ধীরে ধীরে আরও বাড়বে।

 

আবহাওয়াবিদরা বলছেন, গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছিল। এবারও তেমন হতে পারে। তবে শীতের তীব্রতা সর্বনিম্ন ৪ ডিগ্রিতে নামার আভাস রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ