অন্যান্য

*জন্মনিয়ন্ত্রণ বড়ি খাইয়ে নিজ কন্যাকে দুবছর ধর্ষণ* 

  প্রতিনিধি 15 December 2024 , 5:14:13 প্রিন্ট সংস্করণ

 

সাজ্জাদ হোসেন সাগর 

 

 

ফেনীর সোনাগাজীতে জন্মনিয়ন্ত্রণ বডি খাইয়ে স্বীয় কন্যাকে দু’বছর ধরে ধর্ষণের অভিযোগে নুরুল আফসার (৫০) নামে এক পিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সিরাজ প্রফেসরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী জানায়, নুরুল আফসার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার সন্তানকে তার কাছে রেখে ২০১৬ সালে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় ঘরেও তিনজন সন্তান রয়েছে। তার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হলে তার দ্বিতীয় স্ত্রীও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন। প্রথম স্ত্রীর ১৬ বছর বয়সী কিশোরী কন্যা একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছেন। কিন্তু ওই কন্যাকে বিগত দুবছর যাবৎ নিজ বাড়িতের রেখে আফসার ধর্ষণ করছেন। তাকে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়াতো। তাকে হুমকি দিত বিষয়টি যেন কাউকে না জানায়। সর্বশেষ গত ৪ ডিসেম্বর রাতে ঘুম থেকে তুলে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাইয়ে তার রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ৫ ডিসেম্বর ওই কিশোরী বিষয়টি কয়েকজন প্রতিবেশীকে জানিয়ে দেন। এরপর আফসার পালিয়ে যান।

 

বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ পুলিশে সোপর্দ করেন।

 

সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ