প্রতিনিধি 15 December 2024 , 5:46:07 প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন সাগর
পটুয়াখালী জেলার ৭নং লতাচাপলি ইউনিয়ন এর তাহেরপুর গ্রামের শত বছরের পুরোনো যোগাযোগ মাধ্যম এখন যেন এক মরন ফাঁদ।
৩ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই ব্রিজ,যেটা এখন ব্যাবহারের অনুপযোগী,
আতঙ্কে পারাপার করছেন মানুষজন, যে কোন মুহুর্তে ধষে পরতে পারে এই ব্রিজ।
স্থানীয়দের পাশাপাশি ঘুরতে আশা ভ্রমন পিপাসু পর্যটকদের পোহাতে হচ্ছে ভোগান্তি,
স্থানীয়রা জানান এটা যদি সংস্কার না করা হয়ে তবে আমাদের সাথে সাথে হয়রানির শিকার হতে হবে পর্যটকদের, ধষ নামতে পারে পর্যটন খাতে।
তাই স্থানীয়রা দাবি জানান, যত দ্রুত সম্ভব উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন তাদের এই একমাত্র যোগাযোগের মাধ্যমে টিকে সংস্কার করে ব্যাবহারের উপযোগী করে দেন।